সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ - ১৭:৫৪
জনাব রুহুল আমিন সাহেব

হাওজা / পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার প্রতাপপুর দরবার শরীফে ২৩ ও ২৪ রজব দুইদিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: প্রতাপপুর দরবার শরীফে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই ইসালে সওয়াব মাহফিলে কলকাতা, উড়িষ্যা, বিহার ও দিল্লির স্বনামধন্য আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামি বক্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও এই মাহফিলে সুদূর মিশর থেকে উপস্থিত ছিলেন প্রফেসর মাহমুদ সাহেব, তুরস্ক থেকে প্রফেসর ফারহান সাহেব প্রমূখ। 

উক্ত ইসালে সওয়াব মাহফিলে বক্তারা কুরআন ও হাদীসের আলোকে দ্বীন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। 

উক্ত ইসালে সওয়াব মাহফিলে আগত মেহমানদের জন্য অল ইন্ডিয়া মাইনরিটি এসোসিয়েশনের (আইমা) পরিচালনায় ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আইমা’র কেন্দ্রীয় নেতা জনাব বদরুদ্দোজা সাহেব, শেখ মারজান হোসেন সাহেব এবং সংগঠনটির মুখপাত্র জনাব সেলিম সাহেব উপস্থিত থেকে ব্যবস্থাপনা মনিটরিং করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha