হাওজা নিউজ এজেন্সি: প্রতাপপুর দরবার শরীফে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই ইসালে সওয়াব মাহফিলে কলকাতা, উড়িষ্যা, বিহার ও দিল্লির স্বনামধন্য আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামি বক্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও এই মাহফিলে সুদূর মিশর থেকে উপস্থিত ছিলেন প্রফেসর মাহমুদ সাহেব, তুরস্ক থেকে প্রফেসর ফারহান সাহেব প্রমূখ।
উক্ত ইসালে সওয়াব মাহফিলে বক্তারা কুরআন ও হাদীসের আলোকে দ্বীন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন।
উক্ত ইসালে সওয়াব মাহফিলে আগত মেহমানদের জন্য অল ইন্ডিয়া মাইনরিটি এসোসিয়েশনের (আইমা) পরিচালনায় ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আইমা’র কেন্দ্রীয় নেতা জনাব বদরুদ্দোজা সাহেব, শেখ মারজান হোসেন সাহেব এবং সংগঠনটির মুখপাত্র জনাব সেলিম সাহেব উপস্থিত থেকে ব্যবস্থাপনা মনিটরিং করেন।
আপনার কমেন্ট